সবাই যা সমর্থন করছে তা কি আসলেই ঠিক?

জনপ্রিয় আর জনকল্যানকর এই দুই জিনিসের মধ্যে পার্থক্য আছে।সবাই একটা জিনিস সাপোর্ট করছে মানেই যে সেটা ভালো তা নাও হতে পারে।যেমন হিরো আলম বা সিফাতউল্লাহের ভিডিও দেখে সবাই মজা পায়।তারা জনপ্রিয় কিন্তু তারা কোন আদর্শ এন্টারটেইনার না।আরেকটা বাস্তব উদাহরণ হিসাবে বলা যায় ইনকাম ট্যাক্স এর কথা।একসময় ট্যাক্স বলে কিছু ছিলনা।১৮ শতক বা ১৯ শতক এর দিকে যখন নেপোলিয়ন এর সাথে ইংরেজদের যুদ্ধ হতো বা আমেরিকায় গৃহযুদ্ধ চলছিল কৃতদাসদের নিয়ে সেই সময় সমাজের ধনীদের কাছ থেকে বলা যায় চাঁদা তোলা হতো যুদ্ধের খরচ মিটানোর জন্য।অর্থাৎ যুদ্ধ বা প্রাকৃতিক দূর্যোগের সময় ধনী ব্যক্তিবর্গদের কাছ থেকে সাময়িকভাবে একটা খরচ তোলা হতো।যদিও আমাদের উপমহাদেশে ইংরেজরা বা জমিদাররা গরিব কৃষকদের কাছ থেকেও খাজনা নিতো।





কিন্তু গত শতাব্দীতে এটা ইউরোপ আমেরিকাতেও প্রায় সবখানে স্থায়ীরূপ পেলো যার কারণে শান্তিকালীন সময়েও সরকারকে আয়ের একটা অংশ ট্যাক্স দেওয়া বাধ্যতামূলক করা হলো।প্রচার করা হলো এটা করা হবে বিত্তবান লোকদের টাকায় গরিব আর মধ্যবিত্ত শ্রেণীর মানুষদের উন্নতির জন্য। অনেকটা রবিন হুড এর মতো। মধ্যবিত্ত গরিব শ্রেণী তখন খুশি হয়ে ট্যাক্স এর স্থায়িত্বের পক্ষে ভোট দিলো।কিন্তু এভাবে কিছুদিন চলার পর একসময় মধ্যবিত্তের উপরেও ট্যাক্স এর কোপ এসে পড়লো।এভাবে সকল শ্রেণীর মানুষদের উপরই এটা ধার্য হয়ে গেল।যে উদ্দেশ্যে এটা করা হয়েছিল বাস্তবে তার খুব বেশি উপকার পাওয়া যায়নি।তাই যারা ট্যাক্স এর পক্ষে ছিল দেখা গেল তারাই ক্ষতিগ্রস্থ হলো বেশি।আমরা অনেক সময় কোন কিছু নিজে চিন্তা না করে বেশিরভাগ মানুষ কিছু একটার পক্ষে বলছে মানেই সেটা সঠিক মনে করা শুরু করি।কিন্তু সবসময় এটা ঠিক নাও হতে পারে।সুদূরপ্রসারী চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া উচিত। 

No comments

Powered by Blogger.